সিলেটে বেড়েছে যান ও জন চলাচল, কাটছে লকডাউন জুজু

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৫, ২০২১
০৫:০৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২১
০৫:১৩ অপরাহ্ন



সিলেটে বেড়েছে যান ও জন চলাচল, কাটছে লকডাউন জুজু

লকডাউন যেন একটা কল্পিত ভয় খ্যাত জুজু। বাইরে বের হলেই ঘাড় মটকে দেবে সে। কঠোর বিধিনিষেধের এই লকডাউনের প্রথম দুই দিন অন্তত সেটাই মনে হয়েছিল। তবে ধীরে ধীরে যেন মানুষ লকডাউন জুজু কাটিয়ে উঠেছেন। আজ সোমবার (৫ জুলাই) পঞ্চম দিনে এসে সিলেট নগরে বেড়েছে যান ও জন চলাচল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলায় এই ভিড় বেড়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। 

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, লকডাউনের প্রথম কয়েকদিনের চেয়ে সোমবার মানুষের উপস্থিতি বেড়েছে। ফলে রিকশার পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংখ্যা বেড়েছে। এদিকে নগরের ব্যাংকগুলোর শাখায় মানুষের দীর্ঘ লাইন থাকতে দেখা গেছে। 

নগরের চৌহাট্টা এলাকায় পথচারী ইকবাল হোসাইন নামের এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন, লকডাউনের সময় মার্কেট বন্ধ। তাই আয় রোজগারও বন্ধ। তাই ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে।

এদিনও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল নগরজুড়ে। র‍্যাব-পুলিশ-বিজিবি-সেনাবাহিনীকে নগর জুড়ে টল দিতে দেখা যায়। মাস্ক ছাড়া বের হওয়াদের জরিমানা করছে জেলা প্রশাসন। এছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া যানবাহনকে আটক করতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। 

নির্দেশনা মেনে নগরের সব ধরনের শপিং মল ও মার্কেট বন্ধ আছে। প্রধান সড়কের পাশের দোকানপাটও রয়েছে বন্ধ। তবে পাড়া মহল্লার বেশিরভাগ দোকানই খোলা আছে। এদিকে সিলেটের প্রবেশ ও বাইরের মুখে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি রয়েছে। তাই সিলেটে থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

এনএইচ/আরসি-০৪