স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বনাথে ৫ জনকে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি


জুলাই ০৫, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন



স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বনাথে ৫ জনকে জরিমানা

সিলেটের বিশ্বনাথে কঠোর লকডাউনের ৪র্থ দিনে স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জুলাই) উপজেলা সদর ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

এ সময় ৫টি মামলায় ওই ৫ ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন তিনি।

জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


এমএ/আরআর-০৯