সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৪, ২০২১
১১:৫৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২১
১১:৫৮ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি মানা ও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে লকডাউনের চতুর্থ দিনেও সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। নগরের মদীনা মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ রবিবার (৪ জুলাই) সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যক্তিকে জরিমানা করেন।
এছাড়া মদীনা মার্কেট এলাকায় সড়কে বৈধভাবে স্থাপনা নির্মাণ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আরেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। অভিযানে ৩ টি মামলায় অভিযুক্তদের ৫ হাজার ৩ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আরসি-১১