গোলাপগঞ্জে আ.লীগ নেতা ডা. আব্দুর রহমানের দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৪, ২০২১
১১:৩৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২১
১১:৩৮ অপরাহ্ন



গোলাপগঞ্জে আ.লীগ নেতা ডা. আব্দুর রহমানের দাফন সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. আব্দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৪ জুলাই) দুপুরে ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক করবস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক রুহেল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য মাহতাব উদ্দিন জেবুল, জাফরান জামিল, আবুল কাশেম সেবুল, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রহিম, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল আহমদ জামাল, শিক্ষক আব্দুল জলিল, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফয়জুল আলম ফয়সল, আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ খান জিলা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি সেলিম আহমদ, দপ্তর সম্পাদক আবুল কাশেম লিপু, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, সমাজসেবক গোলাম দস্তগির খান ছামিন, পৌর আওয়ামী লীগ নেতা নাদিম মাহমুদ শিপলু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।

উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. আব্দুর রহমান (৮০) গতকাল শনিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড়স্থ নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. আব্দুর রহমান দীর্ঘদিন ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং পরে দীর্ঘদিন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন। ডা. আব্দুর রহমান রাজনীতির পাশাপাশি ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ, ঢাকাদক্ষিণ মাদরাসা, মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।


এফএম/আরআর-০৬