ফেঞ্চুগঞ্জে থেমে নেই করোনার হানা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৪, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে থেমে নেই করোনার হানা

করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে দেশে। সেই সাথে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ও এর ভয়াবহতা লক্ষ করা গেছে। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমনের রোগীর সংখ্যা।

অনেকে ডাক্তার বা হাসপাতালে না গিয়ে নিজের ইচ্ছে মতো ঔষধ জিমেক্স-৫০০ রুপা- ১০ নাপা এক্রটেন্ড ব্যাবহার করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতাল পরিসংখ্যান অফিস সূত্রে জানাযায় উপজেলায় করোনা রোগী এ পর্যন্ত ৩০ জন হোম কোয়ারেন্টিনে আইসলোশনে রয়েছেন। তারা ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালের ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।

পরিসংখ্যান সূত্রমতে গত জুন মাসে এ সংখ্যা বাড়তে থাকে। হাসপাতালের আইসলোশনে এতো বেড না থাকায় এবং রোগীদের ইচ্ছেতে তাদের হোম কোয়ারেন্টিনে দেয়া হয়।তবে বেশির ভাগই এখন সুস্ত হওয়ার পথে বলে জানাজায়।

হাসপাতাল সূত্রে জানাযায় মধ্য খানে স্যাম্পল কালেকশন দিতে অনিহা প্রকাশ করায় পরিক্ষা না হওয়াতে এতো রোগী বেড়েছে।

বর্তমানে যে অবস্থা তাতে আর বেশি বেশি পরিক্ষা করা ও সচেতন থাকা প্রয়োজন বলে মনে করেন কর্তৃপক্ষ। এছাড়া ও উপজেলার বহু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালের প্রধান ডা. কামরুজ্জামান বলেন, করোনা সংক্রমন যেভাবে বেড়েছে তাতে বেশি বেশি পরীক্ষা করা প্রয়োজন। কোন ভাবেই ঘরে বসে থাকলে চলবে না। আমাদের হাসপাতালে সপ্তাহে তিন দিন স্যাম্পল নেয়া হয়।

প্রয়োজন হলে যখন তখন স্যাম্পল নেয়া হবে বলে জানান এই  কর্মকর্তা। তিনি আর বলেন যে কোন ঔষধ একজন ডাক্তারের পরামর্শে খতে হবে। মনগড়া ভাবে ঔষধ সেবন করা যাবে না।

এস এ/বি এন-০৮