কানাইঘাট প্রতিনিধি
জুলাই ০৪, ২০২১
০৪:৪০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২১
০৪:৪০ পূর্বাহ্ন
কানাইঘাট উপজেলায় লকডাউনের তৃতীয় দিনে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসনসহ থানা পুলিশ, বিজিবিকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।
সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি থানার ওসি (তদন্ত) জাহিদুল হককে সঙ্গে নিয়ে লকডাউন চলাকালে সরকারি বিধি নিষেধ কার্যকর করতে কানাইঘাট বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালাতে দেখা গেছে।
প্রশাসন মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে কানাইঘাটে তৃতীয় দিনের লকডাউন ছিল কড়াকড়ি। যাত্রীবাহী সব ধরনের যান বাহন চলাচল বন্ধ ছিল। সরকারি বিধি নিষেধের বাহিরে সব ধরনের দোকানপাঠ, হাট-বাজারে মোটামুটি ভাবে বন্ধ ছিল।
নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি কানাইঘাট বাজারের হাটের দিন শনিবার বিকেল৫টার পর ঔষধের দোকান ব্যতিত সব ধরনের দোকান পাঠ বন্ধ করে দেন এবং বাজারে যারা অযথা ঘোরাঘুরি করছে তাদেরকে বাজার থেকে সরিয়ে দেন।
দ্বিতীয় ও তৃতীয় দিনে লকডাউনের বিধি নিষেধ উপেক্ষা করে দোকান পাঠ খোলা রাখা, মাক্স না পরার কারণে এবং অযথা ঘোরাফেরার দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যার্নাজি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ২৫টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৫৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।
এমআর/আরসি-০২