গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৪, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতার মৃত্যু
# বিভিন্ন মহলের শোক

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. আব্দুর রহমান (৮০) আর নেই। আজ শনিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড়স্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজার নামাজ কাল রবিবার (৪ জুলাই) বেলা ২টায় ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গোলাপগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারি এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডা. আব্দুর রহমান দীর্ঘদিন ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং পরে দীর্ঘদিন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। উপজেলা আওয়ামী লীগের  কমিটিতে তিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন। 

ডা. আব্দুর রহমান রাজনীতির পাশাপাশি, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ, ঢাকাদক্ষিণ মাদ্রাসা, ঢাকাদক্ষিণ বাজার কমিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নুরুল ইসলাম নাহিদ: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,  সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট -৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ডা. আব্দুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ডা.আব্দুর রহমান ছিলেন একজন সর্বজনগ্রহণযোগ্য আওয়ামী লীগ নেতা । একজন সৎ, নির্লোভ ও পরোপকারী রাজনীতিবিদ হিসেবে তিনি সর্বমহলে প্রশংসীত ছিলেন। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতা এবং অভিভাবককে হারালো। তাঁর অভাব কোনদিন পূরণ হবে না। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উপজেলা আওয়ামী লীগ: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এক শোকবর্তায় ডা, আব্দুর রহমানের ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, ডা. আব্দুল রহমান আওয়ামীলীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি আজীবন দেশ ও এলাকার জনগণের কল্যাণে কাজ করে গেছেন। এলাকার প্রতিটি উন্নয়ন কাজে সাবার পূর্বে এগিয়ে এসেছেন। উপজেলা আওয়ামীলীগকে সংগঠিত করতে তিনি নিরলস কাজ করে গেছেন। তার অভাব কোনদিনই পূরণ হবে না।

এছাড়াও শোক প্রকাশ করেছেন ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজউল আমিন । এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরসি-১৪