এম এ হকের মৃত্যুবার্ষিকীতে নগর বিএনপির ভার্চুয়াল দোয়া অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৪, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন



এম এ হকের মৃত্যুবার্ষিকীতে নগর বিএনপির ভার্চুয়াল দোয়া অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজিত হয়।  

দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন মহানগর উলামা দলের সাধারণ সম্পাদক মাসুদ আহমদ। 

ভার্চুয়াল দোয়ায় অংশগ্রহণ করেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, নির্বাহী কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পংকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি হুমায়ূন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, ডা. নাজমুল ইসলাম, অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, আমির হোসেন, জেলা বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আতিকুর রহমান সাবু, হুমায়ূূন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মরহুম এম.এ হকের একমাত্র ছেলে ব্যারিষ্টার রিয়াশাদ আজিম আদনান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, জেলা যুুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুর কালাম, বিএনপি নেতা মখলিছ খান, ময়নুল হক স্বাধীন, জেলা যুুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এড.মুমিনুল ইসলাম মুমিন, কয়েছ আহমদ, মহানগর সদস্য ওসমান গণি, সিলেট ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সহ-সভাপতি আব্দুল হাসিব, সিনিয়র যুগ্ম সম্পাদক হোসেইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান প্রমুখ। 

আরসি-১৩