ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৩, ২০২১
১১:১৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
১১:১৩ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারের সাপ্তাহিক হাট বসে প্রতি শনিবার। কিন্তু কঠোর লকডাউনের ৩য় দিন শনিবার (৩ জুলাই) সরকারি বিধিনিষেধ থাকায় উপজেলায় বসেনি সাপ্তাহিক হাট। পশু নিয়ে আসেননি বিক্রেতারা, ছিল না ক্রেতাদের আনাগোনা। ফাঁকা ছিল বাজার, ছিল না পশুর হাঁক-ডাক।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ফেঞ্চুগঞ্জ বাজারের পূর্ববাজারে গরুর হাট এখন ক্রেতাশূন্য। নেই ক্রেতা বা বিক্রেতা। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এমন সময় শত শত নানা জাতের গরু-ছাগল থাকার কথা ছিল হাটে। কিন্তু করোনার বিধিনিষেধে এখন শূন্য বাজারটি।
পাশের মুদি দোকানি মিন্টু বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের কারণে বাজারে পশু আসেনি। কবে পশুর হাট চালু হবে তা বলা যাচ্ছে না। এই সময়ে পশুর হাট জমজমাট থাকার কথা ছিল, কিন্তু এখন কিছুই নেই। শুধু পশুর হাট নয়, পুরো বাজারে নেই কোনো কোলাহল। যে কয়জন ক্রেতা আসছেন, মুদি বাজার করে আবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। যানবাহন বন্ধ থাকায় দূরের কোনো ক্রেতা আসেননি বাজারে।
ফেঞ্চুগঞ্জ বাজারের ইজারাদার ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল বলেন, সরকারি বিধি মোতাবেক আমরা পশুর হাট বন্ধ রেখেছি। আজ আমাদের সাপ্তাহিক হাট থাকার পরও আমরা নির্দেশনা মেনে হাট বন্ধ রেখেছি। সকালে বেপারীরা বাজারে আসতে চাইলে তাদের মানা করেছি। এতে আমাদের লোকসান হবে, তবু আগে জীবন, তারপর জীবিকা। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত হাট বন্ধ থাকবে।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মো. আব্দুল বারী বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ফেঞ্চুগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সকল দোকান বন্ধ রয়েছে। সেই সঙ্গে পশুর হাটও বন্ধ রয়েছে। নতুন ঘোষণা না আসা পর্যন্ত হাট বন্ধ থাকবে।
এসএ/আরআর-০৪