কোম্পানীগঞ্জে অভিযানে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৩, ২০২১
০৮:৪৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে অভিযানে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে ইজারা বর্হিভূত জায়গা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রচুর মেঘবৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান কাজলের উপস্থিতে সাঁড়াশি অভিযান হয়।

শনিবার (৩ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত  ঢালারপাড়ে ইজারাবিহীন জায়গা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ১১ টি মামলায় প্রতি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান- অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রতিদিন পুলিশের টিম কাজ করছে। পুলিশের চোখ ফাকি দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান- কোন অবস্থাতেই কোম্পানীগঞ্জে  অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

এম কে/বি এন-০৯