নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৩, ২০২১
০৫:২৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
০৫:২৭ অপরাহ্ন
করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের তৃতীয় দিনে নগরে যান চলাচল কিছুটা বেড়েছে। তবে র্যাব-পুলিশ-সেনাবাহিনীকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে।
আজ শনিবার (৩ জুলাই) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত দুই দিনের চেয়ে এদিন যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। রিকশার পাশাপাশি প্রাইভেট গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশাও চলতে দেখা যায়।
তবে সকাল থেকে সড়কে র্যাব-পুলিশ-সেনাবাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। নগরের বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান নিতে দেখা যায়। বাসা থেকে বের হওয়াদের যানবাহন আটকে জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে। মাস্ক ছাড়া যারা বের হয়েছেম তাদের অনেককেই কানে ধরিয়ে রাখে র্যাব।
নির্দেশনা মেনে বন্ধ আছে নগরের প্রধান সড়কের পাশে থাকা শপিং মল ও দোকানপাট। তবে অলি গলিতে থাকা দোকানপাট খুলেছে। এদিনও সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।