গোলাপগঞ্জে ছেলেদের হাতে বাবা খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৩, ২০২১
০৪:৪৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২১
০৪:৪৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে ছেলেদের হাতে বাবা খুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে বাবা তোতা মিয়া (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে বাঘা ইউনিয়নের পরগনাবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তোতা মিয়া ১৫ দিন আগে প্রথম স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে নতুন বিয়ে করেন । এ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার রাতে তোতা মিয়ার সাথে তার ৩ ছেলে তামিম আহমদ, মাসুম আহমদ ও নাজিম আহমদের ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রাত ৮টার দিকে ছেলেরা অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু ঘটে বলে জানা যায়।

ঘটনাটির খবর পেয়ে রাত ১০টার দিকে গোলাপগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, লাশ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে রয়েছে। শনিবার সকালে ময়না তদন্ত হবে। ঘাতক ছেলেরা পলাতক রয়েছেন, তাদের আটকের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

এফএম/আরসি-০৬