ওসমানীনগরে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৩, ২০২১
০৫:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২১
০৫:৩৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা
লকডাউনের দ্বিতীয় দিন

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবারও মাঠে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী । উপজেলায় লকডাউনের বিধি-নিষেধ কার্যকরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, পুলিশি তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। 

এদিকে সরকারি  বিধি নিষেধ অমান্য করায় বিভিন্ন অপরাধে লকডাউনের দ্বিতীয় দিনে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বিকাল ৫টার পর দোকান খোলা রাখার অপরাধে গোয়ালাবাজারের নিউ চাষী বীজ ঘরকে ৫০০, মধুমিতা মিষ্টি ভান্ডারকে ২০০০, টেস্টি ট্রিটকে ১০০০ টাকা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে  তাজপুরে ১ মোটরসাইকেল আরোহীকে ২০০০ টাকা জরিমানা করা হয়। 

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফছানা তাছলিম।  এ সময় ওসমানীনগর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ তার সঙ্গে ছিল। 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফছানা তাছলিম সাংভাদিকদের জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। আইন অমান্য করলে অবশ্যই শাস্তি পেতে হবে। করোনা সংক্রমণ রোধে সবাইকে আরও সচেতন হতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাস্ক পরিধান বাধ্যতামূলক।

আরসি-০৪