বিয়ানীবাজার প্রতিনিধি
জুলাই ০৩, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২ জুলাই) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের একজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় ২২টি মামলার বিপরীতে ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা করেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
শুক্রবার বিকেলে উপজেলার চারখাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এহসান আহমদ। এ সময় সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ৪টি মামলায় ৪ জনকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর। এ অভিযানে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩টি মামলায় ৩ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একজন মোটরসাইকেল আরোহী যুবককে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
অন্যদিকে, দিনভর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৫টি মামলায় ১৫ জন ব্যক্তিকে ৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
এসএ/আরআর-১৬