জকিগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে ৭ মামলা

জকিগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৩, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন



জকিগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে ৭ মামলা

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার (২ জুলাই) সিলেটের জকিগঞ্জে প্রশাসন কঠোর অবস্থানে ছিল। উপজেলার বিভিন্ন হাট-বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস পৃথকভাবে পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৭টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করেন।

এদিকে, কঠোর লকডাউনের কারণে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। দোকানপাট বন্ধ করে ও দিনমজুরের কাজ হারিয়ে অনেকটা ঘরবন্দি রয়েছেন। কিন্তু এখনও সরকারি কোনো ত্রাণ পাননি বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার এ প্রসঙ্গে জানিয়েছেন, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের জন্য বরাদ্দ এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ তালিকা প্রস্তুত করছে। উপজেলা প্রশাসনও সেদিকে খেয়াল রাখছে। এছাড়া ৩৩৩ নম্বরে কল করে যারা খাদ্য সহায়তা চাইছেন, তাদেরকেও যাচাই-বাছাই করে ১ হাজার টাকা মূল্যের পণ্যের একেকটি প্যাকেট দেওয়া হচ্ছে।


ওএফ/আরআর-১৫