জকিগঞ্জে ৫১০ পিস ইয়াবাসহ একজন আটক

জকিগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৩, ২০২১
০১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২১
০১:৩৮ পূর্বাহ্ন



জকিগঞ্জে ৫১০ পিস ইয়াবাসহ একজন আটক

করোনা মহামারি ও কঠোর লকডাউনের মাঝেও সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জে থেমে নেই মাদক ব্যবসা। সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুলিশের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে কঠোর লকডাউনের মধ্যেও চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। তবে পুলিশও ব্যাপারটি বুঝতে পেরে লকডাউন বাস্তবায়নের পাশাপাশি মাদকবিরোধী অভিযানের ছক একে কাজ করে যাচ্ছে।

জকিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার (২ জুলাই) ভোরে জকিগঞ্জ থানার এসআই তন্ময় কান্তি দাস খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমহল এলাকায় অভিযান পরিচালনা করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকারিয়া আহমদকে (২২) আটক করেন। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা। আটক জাকারিয়া পূর্ব লোহারমহল গ্রামের হারিছ আলীর ছেলে।

জকিগঞ্জ থানার এসআই তন্ময় কান্তি দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জাকারিয়া আহমদকে দেড় লক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। করোনার সংক্রমণ ঠেকানোর পাশাপাশি পুলিশ মাদক ব্যবসা দমনেও কঠোর অবস্থানে রয়েছে।


ওএফ/আরআর-১৪