গোয়াইনঘাট প্রতিনিধি
জুলাই ০৩, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার (২ জুলাই) কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। লকডাউনের বিধিনিষেধ না মানা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ১০ জনকে জরিমানা করা হয়েছে।
লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় দূরপাল্লার বাসসহ বিভিন্ন গণপরিবহন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ করা হয়েছে দোকানপাট, শপিংমল, রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, প্রাইভেটকার। অকারণে মানুষ যাতে বাইরে ঘোরাফেরা না করে, সেজন্য উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ বাহিনী মাঠে রয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
এ সময় মুখে মাস্ক না থাকা, মোটরসাইকেলে ঘোরাফেরা এবং বিনা কারণে রাস্তায় বের হওয়ায় ১০ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১০ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
এমএম/আরআর-১৩