গোলাপগঞ্জে লকডাউনে ২১ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৩, ২০২১
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২১
০১:২২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে লকডাউনে ২১ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এর সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ৭ জুলাই সারা দেশে লকডাউন জারি করা হয়েছে। সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার (২ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সরকারি বিধিনিষেধ কার্যকর করতে মাঠে তৎপর ছিল উপজেলা প্রশাসন। এদিন অভিযান চালিয়ে আদায় করা হয়েছে ২১ হাজার টাকা।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তৎপর ছিল। বিধিনিষেধ অমান্য করায় লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া ফেরদৌস পৃথকভাবে অভিযান পরিচালনা করে ২৫টি মামলায় ২১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন। অন্যদিকে, জুয়া খেলার অপরাধে ৬ জনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। সবাই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করছি।


এফএম/আরআর-১২