ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৩, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজারে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই চোখে পড়েনি। কঠোর লকডাউনে মধ্যেও কটালপুর বাজারে মানুষের বেশ সমাগম চোখে পড়েছে, যেখানে বেশিরভাগেরই মুখে মাস্ক ছিল না।
এর আগে গতকাল কঠোর লকডাউনের প্রথম দিনে হাট-বাজারে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। তবে আজ শুক্রবার এই বাজারে দেখা গেল উল্টো চিত্র। উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারেও এমনটা দুইদিনে পরিলক্ষিত হয়নি। মানুষের এমন উদাসীন চলাফেরা অবাক করেছে অনেককে। মাস্ক ছাড়া আড্ডা আর বাজার করতে ব্যস্ত ছিলেন সবাই। করোনা আর লকডাউন সম্পর্কে তারা ছিলেন উদাসীন।
সরজমিনে কটালপুর বাজার ঘুরে দেখা গেছে, সেখানে দল বেঁধে কাঁঠাল কিনতে ব্যস্ত ক্রেতারা। আবার কেউ কেউ আড্ডা ও খোশগল্পে মত্ত। তাদের বেশিরভাগ লোকের মুখেই মাস্ক ছিল না। এখানে প্রশাসনের কাউকে চোখে পড়েনি।
কথা হয় স্থানীয় রাফা ফার্মেসির সত্ত্বাধিকারী রায়হানের সঙ্গে। তিনি বলেন, এখানকার মানুষ উদাসীন। কেউ স্বাস্থ্যবিধি মানতে চায় না। প্রশাসনের লোক এলেই কেবল সতর্ক হয়।
গাড়ি নিয়ে বের হলেন কেন- এমন প্রশ্নের জবাবে স্থানীয় অটোরিকশাচালক ইমন বলেন, বের না হলে খাব কী? আমরা গরিব মানুষ।
স্থানীয় বাসিন্দা সজিবুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মানতে অনেকেই উদাসীন। এটা ঠিক না। সবার আইন মানা উচিত।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান বলেন, কটালপুরের দিকটা আমি দেখিনি। তাই কোনো মন্তব্য করতে পারব না। তবে আমি ইউএনও স্যারের সঙ্গে এ ব্যাপারে আলাপ করব।
এসএ/আরআর-১১