জৈন্তাপুরে জাল টাকাসহ ২ জন আটক

জৈন্তাপুর প্রতিনিধি


জুলাই ০২, ২০২১
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২১
১১:৫৮ অপরাহ্ন



জৈন্তাপুরে জাল টাকাসহ ২ জন আটক

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকাসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার টাকার জাল নোটসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হনলেন- জৈন্তাপুর উপজেলা রুপচেং গ্রামের আহমদ হোসেনের ছেলে কতুব উদ্দিন (৬০) ও একই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে আব্দুল হান্নান (৫৫)।

আটককৃতদের নিকট থেকে ১ হাজার টাকা মূল্যমানের ২৭টি জাল নোট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায় দীর্ঘ দিন ধরে উপজেলায় একটি চক্র জাল টাকার বাণিজ্য করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ রয়েছে। চক্রটিকে ধরতে পুলিশ অভিযান জোরদার করেছে। এর ধারাবাহিকতায় এই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরকে/আরআর-০৭