বিয়ানীবাজার প্রতিনিধি
জুলাই ০২, ২০২১
১০:৪৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
১০:৪৪ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশের এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলা সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের নেতৃত্বে শুক্রবার (২ জুলাই) সকাল থেকে পৌরশহরে অবস্থান নেয় বিজিবি ও পুলিশ।
এ সময় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ও পুলিশ পরিদর্শক মেহেদি হাসান অভিযানে অংশ নেন।
লকডাউনের দ্বিতীয় দিনে কিছু সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেলসহ পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়। লকডাউনের আওতামুক্ত থাকায় পণ্যবাহী পরিবহন পুলিশ ও বিজিবির বাধায় না পড়লেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়। আটককৃত যানগুলোর অধিকাংশ যাত্রী জিজ্ঞাসাবাদে চিকিৎসকের কাছে আসার কথা জানানোয় এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করায় তাদের ছেড়ে দেওয়া হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সকল মানুষ ঘরে থাকবেন, করোনাভাইরাস থেকে নিরাপদে থাকবেন। দেশের জনগণকে নিরাপদে রাখতে আমরা বৈরী আবহাওয়ার মধ্যে মাঠে অবস্থান করছি। অযথা কেউ বের হবেন না। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখতে ঘরে থাকুন।
বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিকু নূর বলেন, করোনাভাইরাস মহামারি ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আমরা চেষ্টা করছি সবার সহযোগিতায় সরকারের নির্দেশনা পালন করতে।
তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না- এটা খুবই ভালো একটি বিষয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সানন্দে সরকারের নির্দেশনা মেনে চলায় আমাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে না।
এসএ/আরআর-০৩