ওসমানীনগরে লকডাউন অমান্য করায় ১৪ হাজার টাকা জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০২, ২০২১
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২১
০৭:২৫ অপরাহ্ন



ওসমানীনগরে লকডাউন অমান্য করায় ১৪ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার (১ জুলাই) দেশব্যাপী সাতদিনের কঠোর লকডাউনের প্রথমদিনে ওসমানীনগরে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

লকডাউনে কঠোর বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন এলাকায় ১৮টি মামলায় মোট ১৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল থেকে উপজেলার প্রবেশদ্বার শেরপুর টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি গাড়ীকে মোট ৪ হাজার ২০০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ৩টি গাড়ীকে দেড় হাজার  টাকা জরিমানা করা হয়।

বিকাল ৫টার পরও খোলা থাকায় গোয়ালাবাজারের ভাই ভাই মাংসের দোকানকে ২ হাজার, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান না হওয়ায় সত্বেও  ফুলকলিকে ৩ হাজার, স্বাস্থ্য বিধি না মানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার  ও অকারণে ঘোরাফেরা করার অপরাধে ৩ জনকে ৬০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। এ সময় ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে ছিলেন।  

এদিকে দুপুরে উপজেলার গোয়ালাবাজারে সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাছলিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমিনসহ একদল পুলিশ তার সাথে ছিলেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, অন্য যে কোন সময়ের তুলনায় এবারের লকডাউন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনা কারণে কাউকে ঘরের বাইরে থাকতে দেওয়া হবে না। প্রথমদিন সামান্য অর্থ দণ্মড দেওয়া হয়েছে। আগামীতে জেল-জরিমানা করা হবে। তিনি করোনা মহামারি রুখতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান।

ইউ ডি/বি এন-০১