ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুলাই ০২, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সর্বত্র যানশূন্য অবস্থা ছিল। সরকারের নির্দেশনা মোতাবেক ঘরে অবস্থান করেছেন জনসাধারণ। খুব জরুরি কাজ ছাড়া কেউ বাইরে বের হননি।
ফেঞ্চুগঞ্জ-সিলেট প্রধান সড়কটি ছিলো যানশূন্য। শুধুমাত্র পণ্যবাহী গাড়িগুলোকে চলাচল করতে দেখা গেছে। এছাড়া মাঝে-মধ্যে রিকশা চলাচল করতে দেখা যায়। উপজেলার প্রধান সড়কগুলো মূলত ফাঁকা ছিল। প্রধান সড়কে ছিল না সিএনজিচালিত অটোরিকশাসহ কোনো ধরনের গণপরিবহন। ফাঁকা সড়কে মাঝে-মধ্যে মালবাহী ট্রাক, পিকআপ, অ্যাম্বুলেন্স ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া কোনো কিছু চোখে পড়েনি।
ছোট একটি সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মানিক বলেন, বউ,বাচ্চা, মা'সহ সাতজনের সংসার। কামাই করতে না পারলে বিকেলে ঘরে বাজার নেব কীভাবে?
এদিকে, উপজেলার প্রধান বাজারে নিত্যপ্রয়োজনীয় ছাড়াও অনেক দোকান কম-বেশি খোলা ছিল। তবে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। জরুরি কাজ ছাড়া কেউ বাজারে আসেননি।
ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী আহমদ বলেন, সেনাবাহিনী ও ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ থানার পুলিশকে ৪টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দায়িত্বপালন করতে দেখা যায়। তবে অভিযানকালে জরিমানার কোনো খবর পাওয়া যায়নি।
এসএ/আরআর-১৬