কানাইঘাট প্রতিনিধি
জুলাই ০২, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন
করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করার পর সিলেটের কানাইঘাটে লকডাউনের প্রথমদিন জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে লকডাউনের সরকারি বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার ওসি তাজুল ইসলাম পিপিএম সার্বক্ষণিক মাঠে ছিলেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।
মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে প্রথমদিনের লকডাউন কানাইঘাটে এক প্রকার কড়াকড়িভাবে শুরু হয়েছে। শপিংমলসহ বিধিনিষেধের আওতার বাইরের সবধরনের দোকানপাট বন্ধ ছিল। যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বিচ্ছিন্নভাবে কিছু অটোরিকশা চলতে দেখা গেছে। তাছাড়া রিকশা ব্যতিত সবধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রয়োজন ছাড়া কেউ হাট-বাজারে অবস্থান করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিয়েছে। করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সবাইকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলাফেরাসহ মাস্ক পরার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক তৎপরতা চালানো হয়েছে।
এদিকে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখাসহ মাস্ক না পরার কারণে লকডাউনের প্রথমদিনে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জি।
এমআর/আরআর-১৪