জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০২, ২০২১
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
১২:৫১ পূর্বাহ্ন
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে। সিলেটের জৈন্তাপুর উপজেলায়ও পালিত হচ্ছে কঠোর লকডাউন।
বৃহস্পতিবার (১ জুলাই) জৈন্তাপুর উপজেলার পর্যটন এলাকা, চিকনাগুল বাজার, হরিপুর বাজার, দরবস্ত বাজার, সারীঘাট উত্তর ও দক্ষিণ বাজার, চতুল বাজার, জৈন্তাপুর বাজার, বাংলা বাজার এবং আলুবাগান এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ জনগণের উপস্থিতি একেবারেই কম ছিল। দোকানপাট ছিল বন্ধ। কেবলমাত্র খাবার ও ওষুধের দোকানগুলো খোলা আছে। কোথাও কোথাও মালবাহী ট্রাক ও গাড়ি চলতে দেখা যায়। যাত্রীবাহী কোনো গাড়ি বা তেমন সাধারণ মানুষের উপস্থিতি রাস্তাঘাটে দেখা যায়নি। তবে জরুরি প্রয়োজনে অনেকে রিকশায় চলাচল করেছেন।
এদিকে, সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তিয়া গেট এলাকায় পুলিশ চেক পোস্ট দেখা গেছে। সিলেট-তামাবিল মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল। কেবলমাত্র কিছু ট্রাক মহাসড়কে বালু, পাথর ও কয়লা নিয়ে চলতে দেখা গেছে।
জৈন্তাপুর উপজেলা প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেটের তৎপরতা পরিলক্ষিত হয়। উপজেলার সাধারণ জনগণ লকডাউনকে মেনে নিয়েছেন বলেই মনে হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, আমরা তৎপর রয়েছি এবং লকডাউন সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের টহল এবং মনিটরিং টিম যথাযথভাবে মাঠে কাজ করছে।
জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এবং সহকারি কমিশনার (ভূমি) ফারুক আহমদ জানান, মনে হচ্ছে সাধারণ জনগণ বিষয়টি আমলে নিয়েছে। যে কারণে দোকানপাট খোলা হয়নি। তারা মাঠে তৎপর রয়েছেন। বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছে।
আরকে/আরআর-১২