গোয়াইনঘাট প্রতিনিধি
জুলাই ০২, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬ লাখ ৩০ হাজার নাসির বিড়ি আটক করা হয়েছে। এ সময় ইঞ্জিনচালিত স্টিলের ১টি নৌকা ও বিড়ি পাচারের সঙ্গে সম্পৃক্ত ৪ যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের হেমু এলাকার শফিকুর রহমানের ছেলে মো. আলী আকবর (২০), ইসরাক আলীর ছেলে মিসবাহ উদ্দিন (১৯), ফখরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২০) ও হারুন অর রশিদের ছেলে তানভীর আহমদ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খাঁনের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম, খালেদ মিয়া ও এএসআই মহিউদ্দিন চেঙ্গেরখাল নদীর সালুটিকর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বান্ডিল ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি ও বহনকারী একটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকাসহ ৪ জনকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এম/আরআর-১০