ওসমানীনগরে কঠোর প্রশাসন, ৯ জনকে জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০১, ২০২১
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২১
১১:৫৮ অপরাহ্ন



ওসমানীনগরে কঠোর প্রশাসন, ৯ জনকে জরিমানা

করোনার সংক্রমণরোধে দেশব্যাপী সাতদিনের কঠোর লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার (১ জুলাই) সিলেটের ওসমানীনগরে প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে। উপজেলার সবগুলো প্রবেশদ্বারে ছিল পুলিশের চেকপোস্ট। উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মহাসড়কে নজরদারি করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার জনবসতিপূর্ণ এলাকার রাস্তাঘাট প্রায় ফাঁকা। উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীরসহ ছোট-বড় বাজার এলাকাগুলোতে লোকসমাগম নেই বললেই চলে। কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করায় ৯ জনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, উপজেলাজুড়ে কঠোরভাবে লকডাউন পালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলার সবগুলো প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। আমাদের পক্ষ থেকে টহল এবং মনিটরিং টিম মাঠে কাজ করছে। এবারের কঠোর লকডাউন অবশ্যই সবাইকে মানতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, মনে হচ্ছে জনগণ লকডাউনের বিষয়টিকে আমলে নিয়েছেন। যে কারণে কোনোরকম দোকানপাট খোলা নেই। বেশ জনসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। কঠোর লকডাউন কার্যকরে আমরা মাঠে তৎপর রয়েছি। আমাদের সঙ্গে প্রশাসনের সকল বিভাগও একযোগে কাজ করছে।


ইউডি/আরআর-০৫