সিলেটে জুনে কমেছে ২০ শতাংশ বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০১, ২০২১
১১:১৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২১
১১:১৬ অপরাহ্ন



সিলেটে জুনে কমেছে ২০ শতাংশ বৃষ্টিপাত

সিলেটে জুন মাসে ৩০ দিনের মধ্যে ২৯ দিনই বৃষ্টি হয়েছে। কিন্তু পরিমাণ ছিল কম। তাই স্বাভাবিক বৃষ্টিপাত থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটে জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমান ৮১৮ দশমিক ৪ মিলিমিটার। কিন্তু গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬২৯ দশমিক ৬ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টি হয়েছে প্রায় ৭৭ শতাংশ। 

গত জানুয়ারি থেকে গতকাল বুধবার ১২টা পর্যন্ত ৬ মাসে সিলেটে ১ হাজার ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদিও এই সময়ে ১ হাজার ৯৬৪ মিলিমিটার বৃষ্টি হওয়া স্বাভাবিক ছিল। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে প্রায় ৩৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে সিলেটে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অথচ এই সময়ে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়া স্বাভাবিক ছিল। আর মে মাসে সিলেটে ৫৭৯ মিলিমিটার বৃষ্টি হবার কথা থাকলেও ২৮ মে পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয় ২৪৬ মিলিমিটার। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেট মিররকে বলেন, ‘জুনে ৩০ দিনের মধ্যে ২৯ দিনই সিলেটে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির মাত্রা কম ছিল। তাই এই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।’

আবহওয়া অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ দিন সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, ক্রমাগত বৃষ্টি কম হওয়ার ফলে সিলেটে বেড়েছে গড় তাপমাত্রা। গত ১৫ এপ্রিল বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক জার্নালের সায়েন্স ডিরেক্ট ‘সার্ফেস আরবান হিট আইসল্যান্ড ইনটেনসিটি ইন ফাইভ মেজর সিটিস অব বাংলাদেশ: প্যাটার্নস, ড্রাইভার্স অ্যান্ড ট্রোন্ডস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয় গত ২০ বছরে সিলেটের তাপমাত্রা বেড়েছে এক দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস। আর রাতে তাপমাত্রা বেড়েছে দশমিক ১৬ ডিগ্রি সেলসিয়াস। 

আগামী ৯ জুলাই পর্যন্ত সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার (আজ) গত কয়েকদিনের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া জুলাই মাসে সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই সময়ে শুধু আমাদের এখানেই নয় উজানেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বন্যারও শঙ্কা আছে।’

এদিকে, জুলাই মাসের প্রথম সপ্তাহে সিলেটে বন্যার পূর্ভাবাস দিয়েছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। পূর্বাভাসে বলা হয়, ভারত থেকে নেমে আসা উজানের পানিতে জুলাইয়ের প্রথম সপ্তাহে সিলেটসহ দেশের অন্তত ২০টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কারণ ইতোমধ্যে বাংলাদেশের পাশাপাশি ভারতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকায় পানি দ্রুত বাড়ছে। 

এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে মেঘনা অববাহিকার উপরের অংশ বা সুরমা-কুশিয়ারা, সারি, গোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভূগাই-কংস, মনু ও খোয়াই নদীর কোথাও কোথাও বিশেষ সময়ে বিপৎসীমা পার করতে পারে। এ কারণে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা দেখা দিতে পারে। 

ইতোমধ্যে গত তিনদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের ফলে সিলেটের সীমান্তবর্তী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সীমান্তের গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুরের বেশ কিছু এলাকা বুধবার (৩০ জুন) প্লাবিত হয়। এসব এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। 

এনএইচ/আরসি-১১