সিলেট মিরর ডেস্ক
জুলাই ০১, ২০২১
১০:৫৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২১
১০:৫৭ অপরাহ্ন
প্রবীণ রাজনীতিবিদ বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) বেলা আড়াইটায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ২৭ জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে উচ্চমাত্রায় অক্সিজের দেয়ার পরও তাঁর শরীরের অক্সিজেন স্যাচুরেশন ক্রমেই কমে আসছিল। তাই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। গত তিনমাস ধরে মেরুদন্ডের ফ্র্যাকচার, হাত ও পায়ের প্যারালাইসিস, বেড সোর ও নিউমোনিয়ার চিকিৎসার জন্য তাঁকে বারবার ভর্তি করতে হয়েছে। ২০লি/মিনিট অক্সিজেন সরবরাহেও অক্সিজেন স্যাচুরেশন ৮৪-৮৫র ওপরে না ওঠায় বর্তমানে তাঁকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে উচ্চ মাত্রার অক্সিজেন দেওয়া হচ্ছে। নিউমোনিয়ার কারণে তাঁর শ্বাসকষ্ট বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ায় তাঁকে রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে।
আরসি-১০