নিজস্ব প্রতিবেদক
জুলাই ০১, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২১
০৬:০৩ অপরাহ্ন
করোনা সংক্রমণ রোধে সারাদেশে আজ থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই সিলেটের রাস্তায় তৎপর দেখা গেছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশকে।
সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কঠোর লকডাউনের খবরে রাস্তায় যানবাহন ও সাধারণ মানুষের উপস্থিতি কম। শপিং মল ও দোকানপাট প্রায় বন্ধ। তবে অনেককেই অকারণে ঘর থেকে বের হতে দেখা গেছে। এসব মানুষকে ঘরে ফেরাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরের মোড়ে মোড়ে রয়েছে ট্রাফিক পুলিশের তৎপরতা।
এদিকে নগরের প্রধান সড়কে সেনাবাহিনী ও র্যাবকে টহল দিতে দেখা গেছে। বিনা কারণে ঘর থেকে বের হওয়া মানুষকে এ সময় জরিমানা করতে দেখা যায় সেনাবাহিনী ও র্যাবের টহল দলকে। অনেক জায়গায় মোটরসাইকেলের গতিরোধ করে বাইরে বের হওয়ার কারণ জানতে দেখা গেছে তাদের।
র্যাব-৯ সিলেটের অপারেশন অফিসার সৌমেন মজুমদার সিলেট মিররকে বলেন, 'স্বাভাবিক দিনে আমাদের তিনটি টহল টিম মাঠে থাকে। তবে লকডাউনে আরও দুটি দল কাজ করছে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশে সঙ্গে যৌথভাবে আমাদের কাজ চলছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বলেন, 'সিলেটে এসএমপির ১৬টি টিম কাজ করছে। এর মধ্যে নগরের মধ্যে ৮টি এবং নগরের প্রবেশ ও বাইরের মুখে ৮টি টিম রয়েছে। থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র-ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এছাড়া নগরজুড়ে পেট্রোল টিমও টহল দিচ্ছে।'
এনএইচ-০২/এএফ-০২