নিজস্ব প্রতিবেদক
জুলাই ০১, ২০২১
০৪:২৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২১
০৪:২৮ অপরাহ্ন
করোনা সংক্রমণ রোধে সারাদেশে শুরু হওয়া কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিলেটে অভিযানে নেমেছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১২ টায় নগরের বন্দরবাজার এলাকায় তিনি এই অভিযান পরিচালনা শুরু করেন। প্রতিবেদনে লেখা পর্যন্ত অভিযান চলছে।
এসময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো জাহিদুল ইসলামসহ সিকিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মাস্ক না পরায় এসময় কয়েকজন পথচারীকে জরিমানা করেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। মাস্ক ছাড়া পথচারীদের এসময় মাস্ক বিতরণ করেন সিসিক মেয়র।
অভিযানকাল মেয়র বলেন,'আমরা সবাই একটি কঠিন সময় পার করছি। তাই আমাদের সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।' সরকার প্রদত্ত কঠোর লকডাউন বাস্তবায়নে সিসিক মাঠে থাকবে বলেও জানান তিনি।
এনএইচ/আরসি-০৭