ঘর উপহার দিলেন গোয়াইনঘাটের চেয়ারম্যান

গোয়াইনঘাট প্রতিনিধি


জুলাই ০১, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন



ঘর উপহার দিলেন গোয়াইনঘাটের চেয়ারম্যান

'জমি নেই, ঘর নেই' প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় পরিবারের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর তহবিলে একটি ঘর উপহার দিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

বুধবার (৩০ জুন) বেলা ২টায় উপজেলা পরিষদ কার্যালয়ে ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭৫ হাজার টাকার চেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ'র কাছে হস্তান্তর করেন তিনি।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প জমি নেই, ঘর নেই প্রকল্পের  আওতায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকেপ্রধানমন্ত্রীর তহবিলে একটি ঘর উপহার দিচ্ছি।


এমএম/আরআর-১৫