কোম্পানীগঞ্জে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তরা পেলেন ত্রাণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুলাই ০১, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২১
১২:৫১ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তরা পেলেন ত্রাণ

অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সিলেটের কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। পূর্ব ইসলামপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম বন্যায় ভাঙনের কবলে পড়েছে। এ গ্রামের ভাঙনের শিকার দু'টি ঘর ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ গ্রামের ১৯০টি পরিবার ভাঙন আতঙ্কে দিন পার করছে বলে জানা গেছে।

বুধবার (৩০ জুন) ভাঙনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি চাঁনপুর ও রাধানগর গ্রাম পরিদর্শন করে ৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।

এ সময় উপস্থিত ছিলেন, পিআইও বিদ্যুৎ কান্তি দাস, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মিয়া প্রমুখ।

পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, আমার ইউনিয়নের বেশিরভাগ গ্রাম বন্যাকবলিত। বিশেষ করে চাঁনপুর, রাধানগর ও রংপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। চাঁনপুর গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জমিসহ দুর্যোগসহনীয় ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে।


এমকে/আরআর-১৪