কানাইঘাটে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কানাইঘাট প্রতিনিধি


জুলাই ০১, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন



কানাইঘাটে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

সিলেটের কানাইঘাটে সরকারিভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের আয়োজনে ২০২০-২১ মৌসুমে রোপা আমন ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩৮০ জন   কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রণোদনার ওপর সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। যার কারণে দেশের চালিকাশক্তি কৃষক সমাজ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের সার, বীজ, কীটনাশকসহ কৃষি প্রণোদনা পেয়ে ধানসহ সব ধরনের ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছেন।

কানাইঘাটে আউশ, আমন, বোরো ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন আরও বাড়াতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তানবীর আহমদ সরকারসহ মাঠ পর্যায়ে কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে ফসলে উৎপাদন বাড়াতে ভূমিকা রাখায় তাদের কাজের প্রশংসা   করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা তানবীর আহমদ সরকারের পরিচালনায় সার ও বীজ বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

কৃষি কর্মকর্তা তানবীর আহমদ সরকার জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৩৮০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে উফশি আমন ধানের বীজ, ১০ কেজি করে টিএসপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।


এমআর/আরআর-১২