শাবি প্রতিনিধি
জুন ৩০, ২০২১
১১:২৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২১
০২:৫৯ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার (৩০) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, মাননীয় রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. নূর-ই আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্বপালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন উপাচার্য।
এইচএন/আরআর-০৮