জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বালাগঞ্জ প্রতিনিধি


জুন ৩০, ২০২১
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২১
১০:৪৭ অপরাহ্ন



জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সিলেট-৩ আসনের (বালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা) উপনির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও নির্বাচনী প্রস্তুতিমূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলা জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে তার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য করেন এ আসনে জাপা’র নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সিলেট জেলা জাপা’র আহ্বায়ক কুনু মিয়া। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপা’র সভাপতি শেখ মো. ফজলু মিয়া। সভা সঞ্চালনা করেন সেক্রেটারি আনহার আলী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জাপা’র কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জাতীয় যুব সংহতি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মরতুজা আহমদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক আলতাফুর রহমান প্রমুখ।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, শেখ মো. ফজলু মিয়া, আনহার আলী, মুক্তার মিয়া, হরেশ চন্দ্র দাস, আশরাফ আলী, হোসেন আহমদ হুশিয়ার, তুরন শিকদার, ময়নুল ইসলাম, মির্জা আতিক, মনফর আলী, ছমরু মিয়া, আব্দুর রহিম, ছালেহ আহমদ, কামাল মিয়া, ছানাওর আলী গেদনী, শাহজাহান ইসলাম, আব্দুল মছব্বির, আখলু মিয়া, আজিজুল ইসলাম, আমীর আলী, হুমায়ুন রশীদ, ইয়াওর আলী, বাবুল মিয়া, মশাহিদ আলী, মুনসুর আলী মাখন ও বাচ্চু মিয়া।


এসএ/আরআর-০৪