প্রয়াত মতিন উদ্দিন আহমেদ স্মরণে দোয়া মাহফিল

সিলেট মিরর ডেস্ক


জুন ৩০, ২০২১
০৩:৫০ পূর্বাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২১
০৪:৩৮ পূর্বাহ্ন



প্রয়াত মতিন উদ্দিন আহমেদ স্মরণে দোয়া মাহফিল

‘গরীবের ডাক্তার’ খ্যাত সিলেটের প্রবীন চিকিৎসক যুক্তরাজ্যবাসী সদ্য প্রয়াত ডাক্তার মতিন উদ্দিন আহমেদ স্মরণে যুক্তরাজ্যে ভার্চুয়াল দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর আয়োজন করে।

গত সোমবার (২৭ জুন)  বিকেল চারটায় সংগঠনের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য, ইউরোপ ও বাংলাদেশ থেকে সংগঠকবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্রাষ্টের যুগ্ম সাধারণ সম্পাদক  এমরান আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে প্রয়াত ডাক্তার মতিন উদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন প্রয়াতের বড় ছেলে আইকন কলেজ অফ টেকনলোজি অ্যান্ড ম্যানেজমেন্টের প্রভাষক এনায়েত সারওয়ার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মনির উদ্দিন।

দ্বিতীয় পর্বে বক্তব্য দেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান শামছ উদ্দিন খান।

তিনি বলেন, ডাক্তার মতিন উদ্দিন আহমেদকে আমরা ‘বিয়ানীবাজারী ডাক্তার’ হিসেবে জানতাম। তিনি এমনই একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে, তিনি কোনো গ্রাম, ইউনিয়ন বা অঞ্চলের সেটা জানার অবকাশই ছিলনা। তাঁর মৃত্যু বিয়ানীবাজারবাসীর জন্য এক অপুরণীয় ক্ষতি হলো।

তিনি  বলেন, বিয়ানীবাজারের এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে, তার সান্নিধ্যে গেছেন আর তার আন্তরিক চিকিৎসা সেবা পাননি। গুণী এই মানুষের আদর্শকে সমাজে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। 

মরহুম ডাক্তার মতিন উদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে বক্তব্যে লন্ডনে আইকন কলেজ অব টেকনলোজি অ্যান্ড ম্যানেজমেন্ট প্রভাষক এনায়েত সারওয়ার বলেন, আমাদের বাবা ছিলেন একজন সৎ মানুষ এবং আমাদেরকেও সবসময় বলেছেন সৎভাবে জীবন-যাপন করতে। তিনি সব সময় চেয়েছেন মানুষের সেবা করতে এবং মানুষের সেবা করতে তার নিরন্তর চেষ্টাও ছিল। আমরা খুব সাধারণ পরিবারের সন্তান। বাবা সব সময় বলতেন, ‘সব সময় মনে রাখিও তুমি গরীবের পোয়া।’ তিনি পরিবারে পক্ষ থেকে তার প্রয়াত বাবার পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা লোকমান আহমদ বাংলাদেশ থেকে দোয়া ও শোক সভায় অংশ নিয়ে বলেন, ডাক্তার মতিন উদ্দিন আহমেদ একজন কিংবদন্তি ডাক্তার ছিলেন। তৎকালীন সময়ে তিনি বিয়ানীবাজার অঞ্চলের কয়েকজন এমবিবিএস পাশ করা ডাক্তারের মধ্যে ছিলেন। তার ডাক্তারী সেবা বিয়ানীবাজারে মধ্যে সীমাবদ্ধ ছিলনা। আশপাশের উপজেলাসহ সিলেটেও তার সেবাদান বিস্তৃত ছিল।

বিশিষ্ট রাজনীতিবিদ ও অধুনালুপ্ত দৈনিক আজকের সিলেট এর সম্পাদকমন্ডলীর সভাপতি লোকমান আহমদ ‘মতিন ডাক্তারের‘  অনুকরণীয়  জীবন ও কর্মকে বাঁচিয়ে  রাখতে একটি স্মারক গ্রন্থ প্রকাশের প্রস্তাব দিয়ে বলেন, ডাক্তার মতিন উদ্দিন আহমদ স্মারক গ্রন্থ প্রকাশে আমার সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতা থাকবে।

বাংলাদেশ থেকে সংযুক্ত বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডাক্তার ফয়েজ বলেন,  মানুষের বয়েস হলেও যে তার মৌলিকত্ব হারায় না। শেষ বয়সে বাংলাদেশে তার সান্নিধ্য পেয়ে উপলব্ধি করেছি। তিনি চিকিৎসক হিসাবে যেমন ছিলেন অনন্য তেমনি ব্যক্তি  হিসাবেও ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এই রকম অসাধারণ মানুষের জীবনকর্ম সকলের মাঝে তুলে ধরার আহ্বান জানান জানাচ্ছি।

মরহুমের জামাতা ম্যানচেস্টারবাসী ডা. নজরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, আমি বহুবার দেখেছি, বিয়ানীবাজারস্থ তার ‘ডা. মতিন মেডিকেল চেম্বারে’ তিনি রোগী দেখে ঔষধ পর্যন্ত কিনে দিতেন। তিনি শুধু একজন ডাক্তার ছিলেন না, একজন সমাজকর্মী হিসাবে কাজ করেছেন। এই সমাজে ডাক্তার মতিনের মতো মানবিক মানুষ খুব বেশি দরকার।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, তাঁকে একজন মানবতাবাদী মানুষ হিসাবে আমরা পেয়েছি। তাঁর মহৎ কাজের মাধ্যমে তিনি বিয়ানীবাজারবাসীর মন জয় করে অমর হয়ে থাকবেন। চিকিৎসা সেবার এই দুর্দিনে তার নাম উজ্জ্বল হয়ে থাকবে বলেও আমি বিশ্বাস করি।

৫২বাংলা টিভি সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি বলেন, তিনি ছিলেন গরীবের ডাক্তার। একজন ডাক্তার হিসাবে এই সম্মান গোটা বাংলাদেশে বিরল। আমরা যারা স্বাধীনতার উত্তর প্রজন্ম তাদের কাছে মতিন উদ্দিন আহমেদ এর জীবন দর্শন অনেক প্রেরনাদায়ী এবং অনুকরণীয়। তিনি বিয়ানীবাজারের অধিবাসী হলেও সেবা দিয়েছেন সার্বজনীনভাবে। যুক্তরাজ্যের ডাইভার্স কমিউনিটিতেও চিকিৎসা ও কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ডাক্তার মতিন উদ্দিন আহমদের আরেক ছেলে ওয়ারিংটন বারা কাউন্সিলের গ্রেট সানকীর (সাউথ) কাউন্সিলার মোয়াজ্জেম হোসেইন পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজক বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও দেশ-বিদেশে সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার বাবার বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব শরফ উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উপদেষ্টা মাহতাব চৌধুরী, সফিক আলী, ফয়জুল হক, মোহাম্মদ আব্দুল গনি, আবুল হোসেন, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উপদেষ্টা আব্দুস শফিক, বাজিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, অধ্যাপক মোহাম্মদ মালিক, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক ছাত্রনেতা ইসলাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আফসার খান সাদেক প্রমুখ।

আরসি-১১