গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ৩০, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ২০২০-২১ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৫টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পৌরসভার বাদলখা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সদর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মসরুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ আই এম সিরাজুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হরেকৃষ্ণ সরকার, পৌরসভার নারী কাউন্সিলর শেফা বেগম, সাংবাদিক হারিছ আলী ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আমিনুর রশীদ চৌধুরী। সভায় ফসল উৎপাদন ও সংরক্ষণ এবং বিপননের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এফএম/আরআর-১৫