জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ২৯, ২০২১
১১:৫৫ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
১১:৫৫ অপরাহ্ন



জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপরিচ্ছন্নতার দায়ে রাজমহলকে ৫ হাজার টাকা এবং মাস্ক না থাকায় কয়েকজন ব্যক্তিকে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা সদরের বাসস্টেশন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে বাসস্টেশন এলাকায় রাজমহল জৈন্তাপুর শাখার মিষ্টান্নসামগ্রী যত্রতত্র অপরিচ্ছন্ন স্থানে মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটির পেছনের কক্ষে চলা চা-কফির আড্ডা বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

অপরদিকে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাফেরার জন্য কয়েকজন ব্যক্তির নিকট থেকে আরও ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রমুখ।


আরকে/আরআর-১১