গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২৯, ২০২১
১০:০২ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
১০:০২ অপরাহ্ন



গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেপুর বন্দরপাড়া গ্রামের দুই বোন মারিয়া বেগম (৬) ও কল্পনা বেগম (৫) সবার অলক্ষ্যে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা যায়।

মঙ্গলবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, তাদের পিতা রিপন আহমদ বাইরে থেকে বাড়িতে ফিরে মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এর একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কররকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মরদেহ ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 


এফএম/আরআর-০২