লকডাউন : দ্বিতীয় দিনে বেড়েছে গাড়ির চাপ ও মানুষের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক


জুন ২৯, ২০২১
০৫:৪৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
০৫:৪৯ অপরাহ্ন



লকডাউন : দ্বিতীয় দিনে বেড়েছে গাড়ির চাপ ও মানুষের উপস্থিতি

‘সীমিত’ পরিসরের লকডাউনের দ্বিতীয় দিনে সিলেট নগরের রাস্তায় ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেলের চাপ বেড়েছে। একইসঙ্গে প্রথম দিনের চেয়ে আরও বেশি সংখ্যক মানুষের উপস্থিতিও ছিল রাস্তায়। 

আজ মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে নগরের বন্দরবাজার, আম্বরখানা, জিন্দাবাজার, চৌহাট্টা, শিবগঞ্জ, উপশহর, বিমানবন্দর সড়ক ঘুরে দেখা যায়, অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় কাজে রাস্তায় বের হয়েছেন।

তবে তাদের কোনোরকমের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়নি। এদিন মানুষের উপস্থিতির সঙ্গে বেড়েছে যানবাহনও। বাস ছাড়া সব ধরনের যানবাহন রাস্তায় চলাচল করছিল।

নগরের বড় শপিং মল বন্ধ রয়েছে। তবে রাস্তার পাশের ব্যবসায়ীরা সাটার লাগিয়ে বা অর্ধেক সাটার খোলা রেখে ব্যবসা পরিচালনা করছেন। রেস্টুরেন্টে বসিয়ে খাবার না খাওয়ার নির্দেশ থাকলেও অনেক রেস্টুরেন্টে বসে খাবার খেতে গেছে। 

এদিকে লকডাউন বাস্তবায়নে পুলিশের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। দুই একটি পয়েন্টে ট্রাফিক সদস্যদের নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা গেছে।  

চৌহাট্টা এলাকায় পথচারী শফিক মিয়া বলেন, ‘পরিস্থিতি একবারে স্বাভাবিক মনে হচ্ছে। কিছু মার্কেট ও দোকানপাট ছাড়া সব খোলাই আছে। গাড়িও চলছে স্বাভাবিকের মতো।’

এন এইচ/বি এন-০৩