শাবিপ্রবির অধ্যাপকের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

শাবি প্রতিনিধি


জুন ২৯, ২০২১
০৫:২৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
০৫:২৯ অপরাহ্ন



শাবিপ্রবির অধ্যাপকের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মো. জহির বিন আলমের পিতা মো. শফিকুল আলমের (৮০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ জুন) সকালে এক শোক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করেন উপাচার্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল (২৮ জুন) সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ড. মো. জহির বিন আলম এর পিতা মো. শফিকুল আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপাচার্য।

এইচ এন/বি এন-০২