শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে অরবিন্দ দাসের

নিজস্ব প্রতিবেদক


জুন ২৯, ২০২১
০৫:১২ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
০৫:২৩ পূর্বাহ্ন



শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে অরবিন্দ দাসের

করোনা আক্রান্ত প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাস ‍গুপ্তের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অক্সিজেনের মাত্রা হ্রাস ও ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাওয়ায় রবিবার (২৭ জুন) তাঁকে আইসিউইতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন অরবিন্দ দাসের ছাত্র ও সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের অধ্যক্ষ ইসমাইল গণি হিমন।

তিনি জানান, রবিবার প্রবীণ এই চিত্রশিল্পীর অক্সিজেন কমে ৮১তে নেমে গিয়েছিল। ডায়াবেটিসও বেড়ে গিয়ে হয় ৩১। তবে সোমবার অবস্থার কিছুটা উন্নতি হয়। অক্সিজেন ৯২ থেকে ৯৪ তে উঠানামা করছে। ডায়াবেটিসও কমে হয়েছে ১৯। তবে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখছেন।

আরসি-০১