পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স এসোসিয়েশন অব জৈন্তাপুর’এর কমিটি গঠন

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ২৮, ২০২১
০৮:২২ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২১
০৮:৩১ অপরাহ্ন



পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স এসোসিয়েশন অব জৈন্তাপুর’এর কমিটি গঠন

সিলেটের জৈন্তাপুরে পাবলিক ইউনিভার্সিটি প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে গঠিত সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স এসোসিয়েশন অব জৈন্তাপুর” এর নতুন কমিটি গঠিত হয়। 

রবিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টায় অনলাইন মাধ্যমে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংগঠনটির সাধারণ সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডক্টর বেলাল আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় সংগঠনের নতুন কমিটি গঠিত হয়। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩-১৪ সেশনের ছাত্র আব্দুল্লাহ আল নোমান কে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ মার্কেটিং বিভাগে অধ্যয়নরত ছাত্র মোস্তফা মোঃ আলাউর রাহমান সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। 

ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপ সচিব বদরুল হক, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কর্মকর্তা বদরুল হুদা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমীনুর রশিদ, বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন, বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপক সাদেকুল হক, দ্বেবীদার উপজেলার সহকারি ভূমি কমিশনার গিয়াস উদ্দিন (বিসিএস) সহ দেশের বিভিন্ন সরকারী কর্মকর্তা এবং ব্যাংকারগণ সভায় উপস্থিত ছিলেন।

জৈন্তাপুরে শিক্ষা প্রসার, ডেভলপমেন্ট, সামাজিক উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তুলতে সংগঠনটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন। 

১জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করার জন্য নবগঠিত কমিটিকে নেতৃবৃন্দরা দায়িত্ব প্রদান করেন। 

আর কে/বি এন-০৬