নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন
সিলেট বিভাগে আরও রেকর্ড ১১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (২৭ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার ওসমানীর ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে ১০০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জলোর ১ জন, হবিগঞ্জ জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন বলেও জানান তিনি।
বিএ-০৮