শাবির বাংলা বিভাগের সংস্কার কাজ পরিদর্শনে উপাচার্য

শাবি প্রতিনিধি


জুন ২৭, ২০২১
১০:৪৫ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২১
১০:৪৫ অপরাহ্ন



শাবির বাংলা বিভাগের সংস্কার কাজ পরিদর্শনে উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং অফিস কক্ষের সংস্কার ও আধুনিকায়ন কাজ পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

রবিবার (২৭ জুন) সকালে উপাচার্য বাংলা বিভাগের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন। 

এ সময় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অবকাঠামোগতভাবে শক্তিশালী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে দ্রুত ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যদিও বাংলা বিভাগে ক্লাসরুমসহ অন্যান্য সংকট রয়েছে, তবুও আমরা সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.আনায়ারুল ইসলাম, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, বাংলা বিভাগর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকাসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।


এইচএন/আরআর-০২