এমসি কলেজ প্রতিনিধি
জুন ২৭, ২০২১
০৫:১৬ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২১
০৫:১৬ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে প্রতিনিয়ত শিক্ষাক্ষেত্রে গৃহীত নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। শনিবার (২৬ জুন) তারই ধারাবাহিকতায় শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্যে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক মূল্যবান বক্তব্য প্রদান করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.সালেহ আহমদ, উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী।
পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে করা গুরুত্বপূর্ণ এই আয়োজনের প্রশিক্ষক হিসেবে ছিলেন, রসায়ন বিভাগের অধ্যাপক শাহ বদরুল আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর রজত কান্তি সোম, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো.তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ফরিদ আহমেদ।
পেশাগত মানোন্নয়নের সময়োপযোগী এই আয়োজনে কলেজের উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রভাষক পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী কলেজটির ১২৯ বছরে পদার্পনের আগের দিন করা গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণে এছাড়াও APA কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
আরসি-১১