সিলেট মিরর ডেস্ক
জুন ২৭, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন
সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন মিডিয়া অ্যান্ড পাব্লিসিটি সেলের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর নাঈম চৌধুরীর মা অধ্যাপক ডা. নূরূন নাহার মজুমদার আর নেই। শুক্রবার (২৫ জুন) রাত সাড়ে ৮ টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (২৬ জুন) বাদ জোহর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
উল্লেখ্য, অধ্যাপিকা ডাঃ নূরুন নাহার মজুমদার সিলেটের জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়া তিনি প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞ অধ্যাপক এম আলাউদ্দীনের ছোটভাই সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আক্তার উদ্দীন আহমদের সহধর্মিণী। সিলেটের সাবেক জিপি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক উদ্দীন মজুমদারের ছোটবোন।
আরসি-১৪