ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুন ২৬, ২০২১
১০:৩৭ অপরাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২১
১০:৪৭ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত শাহজালাল সার কারখানা চলতি বছর ইউরিয়া সার উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ২০২০-২১ অর্থবছরে কারখানাটি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলো।
জানা গেছে, কৃষিনির্ভর বাংলাদেশে ক্রমবর্ধমান সারের চাহিদা মেটাতে ২০১২ সালে প্রস্তাবিত শাহজালাল সার কারখানা নির্মাণের কাজ শুরু হয়। ৩৮ মাস সময়ে চায়নার মেসার্স কমপ্লান্ট কাজ শুরু করলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। আমেরিকা ও নেদারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করে কাজ করলেও কারখানাটি প্রতিবছর উৎপাদন বেড়ে চলেছে। দৈনিক ১ হাজার ৭৬০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০১৫ সালে প্রথমে পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় কারখানাটি।
কারখানা সূত্রে জানা যায়, ২০২০–২১ অর্থবছরে কারখানাটিতে ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪ লাখ মেট্রিক টন। গতকাল শুক্রবার (২৫ জুন) লক্ষ্যমাত্রা অর্জন করেছে কারখানাটি। লক্ষ্যমাত্রা অর্জন করায় সার কারখানা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আনন্দে শ্রমিকরা একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন এবং একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করেছেন।
কারখানার (সিবিএ) সভাপতি আব্দুল মালেক চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, কারখানার লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ মেট্রিক টন। তা আমরা গতকাল অর্জন করতে পেরেছি। এজন্য আমরা সবাই খুশি। সবার অক্লান্ত পরিশ্রমে আমরা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আগামী বছরও আমরা লক্ষ্যমাত্রা অর্জন করব বলে আমি আশাবাদী।
কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) সুনীল চন্দ্র দাস জানান, সার কারখানাটি এ বছর বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপরও সঠিক সময়ে মেরামত করে কাজ শুরু করায় আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক বলেন, কারখানা এর লক্ষ্যমাত্রা অর্জন করেছে। আমাদের ৪ লক্ষ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করেছি এবং তা অর্জিত হয়েছে। আশা করি আগামীতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।
এসএ/আরআর-০৪