ওসমানীনগর প্রতিনিধি
জুন ২৬, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে চোরাই গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামের হরেশ সূত্রধরের ছেলে অর্জুন সূত্রধর এবং একই গ্রামে বসবাসকারী টমটমচালক রফিক মিয়া।
শুক্রবার (২৫ জুন) ভোরে তাজপুর ইউনিয়ন পরিষদের সামনে বাজারের পাহারাদাররা গরুসহ তাদের আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি টমটম আটক করা হয়। খবর পেয়ে গরুর মালিক সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামের কদম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আটকৃকতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির দায় স্বীকারসহ সম্পৃক্ত আরও দুজনের নাম উল্লেখ করেছে। আটক অর্জূন সূত্রধর একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে ওসমানীনগর থানার পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইউডি/আরআর-০৩